চ্যাম্পিয়নস লিগে অলিখিত ‘ফাইনালের’ অপেক্ষায় রিয়াল-ম্যানসিটি

মোঃ আশিকুর রহমান
মে ১০, ২০২৩

Share Now

উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লড়াইয়ের শুরুতে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে কেভিন ডি ব্রুইনের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সিটি।

মঙ্গলবার (৯ মে) রাতে হাইভোল্টেজ এই ম্যাচ শেষে দুই দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। দ্বিতীয় লেগে অলিখিত ‘ফাইনালে’ ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন গার্দিওলা। রিয়ালের দুই তারকা লুকা মদরিচ এবং থিবো কোর্তোয়াও আগামী ম্যাচটাকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন।

গার্দিওলা বলেছেন, ‘যখন আমরা ভালো খেলছিলাম, তখন তারা গোল করেছে। আর যখন তারা ভালো খেলছিল, তখন গোল করেছি আমরা। খুবই হাড্ডাহড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। ম্যাচে আমরা ভালো খেলেছি, আমরা কখনো আমাদের সংগ্রাম করতে হয়েছে। বুধবার আমাদের দর্শকদের সঙ্গে নিয়ে ঘরের মাঠে ফাইনাল খেলব।’

সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ম্যাচের শুরুটা দারুণভাবে করেছিল ম্যানসিটি। প্রথমার্ধের ৩৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সমতায় ফেরে সিটি। এরপর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণের পরও গোল আদায় করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ।

দ্বিতীয়ার্ধে নিজেদের খেলা নিয়ে গার্দিওলা বলেছেন, ‘তারা বাঁ পাশে প্রচুর পাস খেলেছে, তারা সেখানে বেশ ভালো করেছে। এরপর আমাদের হয়ে গোল করেছেন কেভিন এবং আমরা ভালো খেলেছি। পরে তারা বেশ কিছু সুযোগ তৈরি করেছে।

এদিকে রিয়ালের ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদরিচ মনে করেন, ‘ম্যাচে কোনো দলই বড় সুবিধা আদায় করতে পারেনি। লড়াই উন্মুক্ত, ফিফটি ফিফটি অবস্থায় চলছে। আমরা নিশ্চিত যে, আজ রাতে কোনো ফলই নির্ধারণ হয়নি।’

ইতিহাদে দ্বিতীয় লেগ ফাইনালের মতো হবে বলে মন্তব্য করেছেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াও। তিনি বলেন, ‘ভালো একটি ড্র হয়েছে। আগামী সপ্তাহে সব কিছু নির্ধারিত হবে। ম্যাচটা হবে ফাইনালের মতো। আর ফাইনাল জেতায় আমরা বেশ ভালো।’

ইউরোপিয়ান দুই জায়ান্ট দলের লড়াইয়ের ফল ১-১ সমতার ড্র হওয়াতে ফাইনাল নিশ্চিতে চোখ এখন ম্যানচেস্টার মহারণে। আগামী ১৭ মে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় লেগের লড়াইয়ে জয়ী দল চলে যাবে ফাইনালে।