টানা ৫ ম্যাচে টসে পরাজয় : ব্যাটিংয়ে বাংলাদেশ

মোঃ আশিকুর রহমান
আগস্ট ৭, ২০২২

Share Now

টানা পাঁচ ম্যাচ টস হেরেছে সফরকারী বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওডিআইতেও শুরুতে ব্যাট করতে হচ্ছে টাইগারদের।

হারারে স্পোর্টস ক্লাবে রবিবার (৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজয়ের লজ্জা পায় সফরকারী বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের ধারা শেষ হয় টাইগারদের। এর মাধ্যমে ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪০ রান।

ম্যাচে বাংলাদেশ দলের একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

ম্যাচে জিম্বাবুয়ে দলের একাদশ :

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।