টিকটক ও বাইডেন প্রশাসনের একসুর

আফরিন মিম
জুলাই ২৯, ২০২১

Share Now

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছিল টিকটক। সেই মামলা এখন তুলে নিতে একমত হয়েছে চীনা প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ টিকটক ও বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার মার্কিন জেলা আদালতে দায়ের করা এই মামলা বাতিল করার পক্ষে উভয় পক্ষই রাজি হয়।

এই পদক্ষেপ নেওয়া হলো টিকটককে উদ্দেশ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ২০২০ সালের নির্বাহী আদেশ প্রত্যাহারের সিদ্ধান্তের পর। আর এই সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে অ্যাপ স্টোরে টিকটককে নিষিদ্ধ করার যে কথা উঠেছিল, সেটি বাতিলই হয়ে গেল বলা চলে।

তবে টিকটক এখনো যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ সম্পর্কিত কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিভাবে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীদের ডাটা আরো সুরক্ষিত রাখা যায়। সূত্র : সিএনএন