দেড়শ রানের আগেই ৪ উইকেট নেই

মোঃ আশিকুর রহমান
আগস্ট ৭, ২০২২

Share Now

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে মানসিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর জন্য জিততেই হবে আজ। নইলে ভাঙবে জিম্বাবুয়ের বিপক্ষে টানা আট বছর সিরিজ না-হারা বাংলাদেশের রেকর্ড।

দুই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ১৪৮ রানে হারিয়েছে ৪ উইকেট। শুরুতে তামিম ইকবাল ৪৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ৫০ রান তুলে বিদায় নেন তানাকা চিবাঙ্গার বলে কাইতানোর হাতে ক্যাচ দিয়ে।

তামিমের পর অনাকাঙ্ক্ষিত রান আউটে ২০ রান করে সাজঘরে ফেরেন আনামুল হক বিজয়। দুই ওপেনারের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে বেশ ভালোই রান তুলছিলেন নাজমুল হোসেন শান্ত।

কিন্তু দুজনের জুটি ভাঙে ৫০ রানের মাথায় মুশফিকুর রহিমের বিদায়ে। ৩১ বলে ২৫ রান করা মুশফিককে বিদায় করেন মাধভেরে। মুশফিক বিদায় নিলেও শান্ত আভাষ দিচ্ছিলেন ইনিংস লম্বা করার। অনেকটা থিতু হবার চেষ্টা।

কিন্তু মাধভেরের বলে ডিপ মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ দেন চাকাভার হাতে। শান্তর ব্যাটে আসে ৫৫ বলে ৩৮ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৫১ রান। মাহমুদউল্লাহ ১১ ও আফিফ হোসেন অপরাজিত আছেন ৪ রানে।