নতুন রেকর্ড গড়লেন বাবর আজম

মোঃ আশিকুর রহমান
ফেব্রুয়ারি ১৯, ২০২৪

Share Now

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন মাইলফলকে নাম লিখিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টুর্নামেন্টের নবম আসরের দ্বিতীয় ম্যাচে ৩ হাজার রানের মাইলফলকে নাম তুলেন তিনি।

পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মালিক এখন বাবর। ঐতিহাসিক মাইলফলকে অন্যদের থেকে যোজন-যোজন দূরে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। কেননা, এখন পর্যন্ত পিএসএলে অন্য কোনো ব্যাটার আড়াই হাজার রানের কোটা ছুঁড়ে পারেননি।

অসাধারণ এই রেকর্ড গড়তে ৮০-এর অধিক ইনিংস লেগেছে বাবরের। ৪৪ দশমিক ৮৩ গড়ে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। এর মধ্যে এক সেঞ্চুরির বিপরীতে ২৯টি অর্ধশতক রয়েছে তার।

রোববার (১৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বলেই ফিফটি হাঁকান ডানহাতি এই ব্যাটার। তবে বাবরের ৬৮ রানের দুর্দান্ত ইনিংসের পরও গ্ল্যাডিয়েটরদের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে পারেননি পেশোয়ার।

পিএসএলে সর্বাধিক রান যাদের

বাবর আজম ৩০০৪

ফখর জামান ২৩৮১

শোয়েব মালিক ২০৮২