নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৯ জেলের কারাদণ্ড

তাহানুল মারুফ
অক্টোবর ১৪, ২০২১

Share Now

রাজবাড়ী প্রারতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ১২ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম। এ সময় ওই ৯ জনকে সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন— রাজ্জাক সরদার (৪০), মাহতাব ফকির (৬০), আইজল বিশ্বাস (৬০), জব্বার সরদার (৩৫), বাচ্চু শেখ (১৮), রন্জু সরদার (২৫), সাইদুল ইসলাম (২০), রাজু (৩০) ও অজ্ঞাত একজন। তারা সবাই পাবনার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

এ সময় জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও মাছগুলো স্হানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ প্রবাদ/ টিএম