নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু

তাহানুল মারুফ
আগস্ট ৫, ২০২১

Share Now

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯ শতাংশ। 

বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যাালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

সিভিল সাার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৪ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় সদর উপজেলায় দুইজন, বেগমগঞ্জে একজন, সুবর্ণচরে একজন ও সোনাইমুড়ি উপজেলায় একজনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। 

সিভিল সার্জনের ডা. মাসুুম  ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০ জন, সুবর্ণচরে ১৩ জন, হাতিয়ায় ৫ জন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়ীতে ২জন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ৯২ জন, কবিরহাটে ৩০ জন রয়েছেন। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ১১৬ জন। কোভিড-১৯  ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯১ জন।