নোয়াখালীর সাংবাদিক হত্যা মামলার তিন আসামির জামিন

তৌহিদুল ইসলাম
আগস্ট ২৯, ২০২১

Share Now

প্রবাহ ডেস্ক: গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার তিন আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৯ আগস্ট) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এই জামিন আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনার ছবি ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির ও আরও ৭-৮ জন। পরে আশঙ্কাজনক অবস্থায় মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন তিনি মারা যান।

মুজাক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি ছিলেন। মুজাক্কিরকে হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে।