নড়াইলে বিএডিসির সার ও বীজ ডিলারদের সম্মেলন অনুষ্ঠিত

তাহানুল মারুফ
নভেম্বর ৪, ২০২১

Share Now

নড়াইল প্রতিনিধি: জেলায় বিএডিসির সার ও বীজ ডিলারদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা বীজ বিপণন কেন্দ্র চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয। সার ও বীজ বিপণন কেন্দ্রের যুগ্ম নিবন্ধক কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সার ও বীজ বিপণন কেন্দ্রের উপ পরিচালক খোরশেদ আলম। 
এসময় আরও বক্তব্য রাখেন নড়াইল সার ও বীজ বিপণন কেন্দ্রের সহকারী পরিচালক শ্রীবাস সরকার, নড়াইল ২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি তাজুল ইসলাম, যশোর জেলা সার বীজ সমিতির সভাপতি আলহাজ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিলার আবুল হাসান মোল্যা, খন্দকার শাহেদ আলী শান্ত, খায়রুল বিশ্বাস, মোঃ বাকিউল আজম, নিরঞ্জন লস্কর প্রমুখ।
সম্মেলনে জেলার মোট ৪৫ জন ডিলার অংশ গ্রহণ করেন। এসময় খন্দকার শাহেদ আলী শান্তকে আহবায়ক ও খায়রুল বিশ্বাসকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।