মার্টিনেজদের সমালোচনা করায় ইব্রাকে ধুয়ে দিলেন আগুয়েরো

তাহানুল মারুফ
জানুয়ারি ২৮, ২০২৩

Share Now

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে বসেই ম্যাচটি দেখেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতবে, সেটা নিয়ে কোনো সংশয় ছিল না বলে জানালেন ইব্রা। এক সাক্ষাৎকারে লিওনেল মেসির প্রশংসা করলেও আর্জেন্টিনার ‘উগ্র’ খেলোয়াড়দের সমালোচনা করেছেন ইব্রাহিমোভিচ।

৪১ বছর বয়সী এসি মিলান তারকা বলেছিলেন, ‘মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বিবেচনা করা হয়। বিশ্বকাপ জয়ের জন্য তাঁকে সবাই মনে রাখবে, কিন্তু অন্যরা? যারা বাজে আচরণ করেছে, তারা আর কিছুই জিততে পারবে না। একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি তাদের সম্মান করতে পারি না।’

ইব্রাহিমোভিচরে এমন বক্তব্যের পর চুপ থাকতে পারেননি সাবেক আর্জেন্টিনা তারকা সার্জিও আগুয়েরো। ইব্রার অতীত মনে করিয়ে দিয়ে আগুয়েরো বলেন, ‘আমার মনে আছে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে আমি ছিলাম বেঞ্চে বসা। তুমি আমাকে উত্যক্ত করছিলে। আমার মনে হয়, আর্জেন্টিনাকে নিয়ে ভাবার আগে তুমি নিজ দেশ, খেলোয়াড়দের নিয়ে ভাবো, যারা বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।’

আগুয়েরো আরো বলেন, ‘সিটি ও ইউনাইটেডের মধ্যকার একটি ম্যাচে তুমি নিকোলাস ওটামেন্ডির সঙ্গে লড়াই শুরু করেছিলে। এমনকি পেপ গার্দিওলার সাথে তর্কও জুড়ে দিয়েছিলে এর আগে। সম্ভবত এ কারণেই, পেপ তোমাকে বার্সা থেকে বিক্রি করে দিতে চেয়েছিল। তুমি আমার সতীর্থদের অসম্মান করেছো। সেই সাথে, আমার সাথে এমন ব্যবহার করেছো। মনে হয়েছে, আমাকে গুলি করছো। আর এবার আমি তোমাকে গুলি করছি। জ্লাতান, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমি দুঃখিত, তুমি হয়তো নিজেই নিজেকে মারতে চাইছো।’