মেসি-রোনালদোর চেয়েও ধনী কে এই ফুটবলার

মোঃ আশিকুর রহমান
মে ২২, ২০২৩

Share Now

ফুটবল খেলে খুব একটা পয়সা কড়ি বানাননি। খুব যে একটা আহামরি পর্যায়ে খেলেন, তাও নয়। তবু ফাইক বোলকিয়াহ নামের ২৫ বছরের তরুণ নাকি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার! টাকার ঝনঝনানিতে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাও নাকি তার পেছনে! ভারতীয় সংবাদমাধ্যমের খবর অন্তত তাই বলে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম ফাইক বলকিয়াহ! তরুণ এই ফুটবলারের মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ব্রুনাই রাজকীয় পরিবারের সদস্য। দেশটির জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। বর্তমানে ক্লাব ক্যারিয়ারে থাইল্যান্ডের দল চোনবুরি এফসির হয়ে খেলছেন ফাইক।

এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির অনূর্ধ্ব-২৩ একাডেমি দলে খেলেছেন ফাইক বোলকিয়াহ। আর্সেনাল আর চেলসির বয়সভিত্তিক দলেও মিডফিল্ডার পজিশনে এই ফুটবলার বলে টুকটাক পা লাগিয়েছেন। তাতে এত সম্পদ গড়ে উঠার কারণ নেই। আসলে ফাইক হচ্ছেন ধনকুবের বাবার সন্তান। পারিবারিকভাবেই তাদের অঢেল সম্পদ।

ফাইক আসলে ব্রুনাইয়ের সুলতানি পরিবারের ছেলে। দেশটির সুলতান হাসান বোলকিয়াহ তার চাচা। তার বাবা প্রিন্স জেফ্রি বোলকিহ দেশটির প্রভাবশালী ব্যক্তি। সাধারণত এত ধনী পরিবারের কেউ মোটামুটি পর্যায়েও ফুটবল খেলতে আসেন না। তিনি এসেছেন, আর এতেই যুগিয়েছেন খবরের রসদ।

ফাইক বলকিয়াহরের জন্ম ১৯৮৮ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্ম হয়। ব্রুনাই ও যুক্তরাষ্ট্র দুই জায়গারই নাগরিকত্ব রয়েছে বলকিয়ার। তিনি গ্রেট ব্রিটেনের ব্র্যাডফিল্ড কলেজ থেকে লেখাপড়া করেছেন। কৈশরে তিনি চেলসি যুব দল ও অনূর্ধ্ব-১৮, লেস্টারের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩, সাউদাম্পটন এসিএ, নিউবুরি ইয়ুথ, মারতিমো বি ও মারতিমোর হয়ে খেলেছেন।

বলকিয়াহর ট্রান্সফার মূল্য অবশ্য খুবই কম। তার ট্রান্সফার মার্কেটে মূল্য মাত্র ২১৫৬৫০ মার্কিন ডলার। তবে রাজকীয় পরিবারের কারণেই তিনি মূলত বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে উপাধি পেয়েছেন।