সমর্থকদের সুখবর দিলেন নেইমার

মোঃ আশিকুর রহমান
ডিসেম্বর ৪, ২০২২

Share Now

বিশ্বকাপে হট ফেভারিট ব্রাজিলের অন্যতম ভরসা পোস্টার বয় নেইমার জুনিয়র। প্রথম ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারেননি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ। শঙ্কা ছিল শেষ ষোলোয় তার খেলা নিয়েও। তবে এবার ব্রাজিল সমর্থকদের সুখবর দিয়েছেন নেইমার। দিয়েছেন বিশ্বমঞ্চে ফেরার বার্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। এর সঙ্গে জুড়ে দিয়েছেন তার অনুশীলনের সময়ের বেশ কিছু ছবিও। ছবির ক্যাপশনে এই ফুটবলার লিখেছেন, আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে এখন ফিরতে পারব।

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ সেলেসাওদের সেরা তারকার অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে, ব্রাজিলিয়ান এই তারকা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

অন্যদিকে শেষ ষোলোর ম্যাচে নেইমার খেলবেন কি না, সেই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি সেলেসাওদের কোচ তিতে। তবে ব্রাজিলিয়ান শিবিরের চিকিৎসক রদ্রিগো লাসমার অপেক্ষায় থাকার কথা বলেছেন।