সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

তৌহিদুল ইসলাম
সেপ্টেম্বর ১, ২০২১

Share Now

বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে সম্পৃক্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক পরিচয় দানকারী দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ওই ব্যক্তির নামে ওয়ারেন্ট থাকায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হলমার্ক কেলেঙ্কারিতে সম্পৃক্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক পরিচয় দানকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯৫ লাখ টাকার চেক ও নগদ ৫ লাখ টাকা এবং অন্যান্য নথিপত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ২০১৬ সালের ১ নভেম্বর ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৮৫ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।