কথা থাকলেও শুরুতেই পদ্মা সেতুতে চলবে না ট্রেন

তৌহিদুল ইসলাম
সেপ্টেম্বর ৭, ২০২১

Share Now

২০২২ এর জুনে পদ্মা সেতু চালুর লক্ষ্য রয়েছে সরকারের। শুরু থেকেই পরিকল্পনা ছিল, যেদিন থেকে সেতু যানবাহন চলাচলের উন্মুক্ত করে দেয়া হবে, সেদিন থেকেই চলবে ট্রেন। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ে কাজ করে আসছিল।

তবে আজ মঙ্গলবার সকালে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন,‘ডে ওয়ান থেকে সেতুতে ট্রেন চলাচল শুরু করতে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।’

বিষয়টি ব্যাখ্যা করে রেলমন্ত্রী বলেন, সেতুর ওপর রেললাইন স্থাপনের জন্য এখনো সেতু কর্তৃপক্ষ রেলওয়েকে অনুমতি দেয়নি। সেতুর ওপর রেললাইন বসাতে অন্তত ছয়মাস সময় লাগবে। সেতু কর্তৃপক্ষ আগামী বছরের মার্চ মাস নাগাদ আমাদের কাজ শুরু করার জন্য প্রাথমিকভাবে জানিয়েছে। তবে আমরা চাই কাজটি আগামী ডিসেম্বরে শুরু করে জুনের মধ্যে শেষ করতে।

মন্ত্রী আরো বলেন, যদি কোনো কারণে সেতুর উদ্বোধনী দিনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব না হয়, তাহলে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অংশে ট্রেন চালুর নতুন লক্ষ্য ঠিক করা হবে।