জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে নিমজ্জিত ৩৫ বিদ্যালয়

আফরিন মিম
সেপ্টেম্বর ৭, ২০২১

Share Now

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলা হলেও বন্যার পানির কারনে পাঠদানের অনিশ্চয়তায় ভুগছে ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের ভারি বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫টি ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় ডুবে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। যমুনার পানি কিছুটা কমলেও বিদ্যালয় গুলো রয়েছে এখনো পানির নিচে।

সরকার চলতি মাসের ১২ তারিখে বিদ্যালয়গুলো খুলে দিলেও পানিতে নিমজ্জিত থাকা ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে সংকটে। এদের মধ্যে রয়েছে ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদরাসা রয়েছে ২টি।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম জানান, উপজেলায় এখন পর্যন্ত ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত রয়েছে। ১২ তারিখ থেকে বিদ্যালয় খোলা হবে। সরকার এসব বন্যাকবলিত এলাকার জন্য কোন ঘোষণা না দিলে আমরা তো ব্যবস্থা নিতে পারি না।