নালিতাবাড়ী সীমান্তে হাতি তাড়াতে লাইট বিতরণ

তাহানুল মারুফ
নভেম্বর ১৭, ২০২১

Share Now

 শেরপুর প্রতিনিধি: জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নের স্বেচ্ছা সেবকদের মাঝে  আজ হাতি তাড়াতে লাইট বিতরণ করা হয়েছে । সকালে উপজেলা পরিষদের হল রুমে এ সব লাইট বিতরণ করা হয়। 


জানাগেছে,গত কয়েকদিনে উপজেলার সীমান্ত এলাকার পানিহাটা ফেকামারী এলাকায় পাকা আমন ধান খেয়ে ও পায়ে পিষ্ট করে শতাধিক কৃষকের প্রায় ৪০-৫০ একর জমির ধান নষ্ট করেছে। গতকাল বৃহস্পতিবার রাতেও ওই এলাকার প্রায় ৪-৫ একর জমির ধান নষ্ট করে গেছে হাতির দল। হাতিগুলো দিনের আলোতে পাহাড়ে অবস্থানের পর রাতের আঁধার নামলেই লোকালয়ে নেমে আসে। তান্ডব চালায় আমনের ফসলি জমিতে। ফসল খেয়ে ও পা দিয়ে পিষিয়ে নষ্ট করে পাকা ধান। এ অবস্থায় শত শত কৃষক রাত জেগে পাহারা বসিয়ে, পটকা ফাটিয়ে ও মশাল জ্বালিয়ে লাঠি হাতে সরব থাকলেও বন্ধ করা যাচ্ছে না হাতির তান্ডব।


হাতি তাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয়াবিল ইউনিয়ন,পোড়াগাঁও ইউনিয়ন ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের ৩০ জন স্বেচ্ছা সেবককে একটি করে সার্চ লাইট দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোমিনুর রশীদ,পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী,স্থানীয় সরকারের উপপরিচালক জিয়াউল  ইসলাম,নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু,উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।