ঠাকুরগাঁওয়ে করোনায় ৩ নারীসহ ৪ জনের মৃত্যু

তাহানুল মারুফ
আগস্ট ১৪, ২০২১

Share Now


 ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলায় চলমান মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নারীসহ মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।


এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৮ জনে। একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।শনিবার (১৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সদর উপজেলার তিনজন ও পীরগঞ্জ উপজেলার এক জনসহ মোট ৪ জন। তাদের সকলের বয়স ২৫ হতে ৬৫ বছরের মধ্যে।


এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার সবাইকে সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত:  এ পর্যন্ত জেলায় পূর্বের রিপোর্টসহ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৭৩৮ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩৩৬ জন। এবং মৃত্যু বরণ করেছেন ২০৮ জন।