শরীয়তপুরের ঘড়িষারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

তাহানুল মারুফ
নভেম্বর ৮, ২০২১

Share Now

জেলার ঘড়িষার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৩ ব্যবসায়ীর মধ্যে নগদ ২৩ হাজার ৫০০ করে নগদ টাকা ও ২ বান্ডেল করে ঢেউটিন বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
গত ৬ নভেম্বর গভীর রাতে নড়িয়া উপজেলার ঘড়িষার বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সোমবার দুপুরে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ৬ হাজার করে টাকা ও ২ বান্ডেল ঢেউটিন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ হাজার ৫০০ করে টাকা ও আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রত্যেক ব্যবসায়ীকে প্রদান করা হয়। এর আগে মন্ত্রী সকালে পদ্মার ডান তীর রক্ষাবাঁধের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব,নড়িয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।